তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার শতকরা কলেজ ৭৪%এবং মাদ্রাসায় ৯৫%।
জানা গেছে, ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় ১ হাজার ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ৭’শ ৬৯ জন শিক্ষার্থী উর্ত্তীণ হয় । এতে জিপিএ-৫ পেয়েছে ১১ জন এবং পাশের হার শতকরা ৭৪ % ।
এদিকে আলিম পরীক্ষায় ৬৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৬২ জন শিক্ষার্থী উর্ত্তীণ হয় ।
এতে জিপিএ ৫ পেয়েছে ১ জন এবং পাশের হার ৯৫%। এর মধ্যে হোমনা ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী-৪৪৭ জন, পাশের হার ৮৪% জিপিএ ৫ পেয়েছে ১১জন, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী- ৩৭৩জন, পাশের হার ৬২%, রেহেনা মজিদ মহিলা কলেজ মোট পরীক্ষার্থী- ২১০জন, পাশের হার ৭৮. ৪৭ % ।
চান্দেরচর আলিম মাদ্রাসা মোট পরীক্ষার্থী- ৩৮জন , পাশের হার ৯২% এবং রঘুনাথপুর নেছারিয়া ফাজিল মাদাসা মোট পরীক্ষার্থী ২৭জন , পাশের হার ১০০% , জিপিএ ৫ পেয়েছে ১ জন ।