মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। গতবছরের তুলনায় এ বছর এসএসসি এবং দাখিলে পাশের হার এবং জিপিএ- ৫ উভয়ই কমেছে। এবার এসএসসিতে পাশের হার শতকরা ৫১ দশমিক ২৩ এবং দাখিলে ৬৬ দশমিক ৩০ ভাগ। গতবারের তুলনায় এসএসসিতে ৩২ দশমিক ৭৭ এবং দাখিলে ২৪ দশমিক ৭ ভাগ শিক্ষার্থী কম পাস করেছে।
এ ছাড়া এবছর এসএসসিতে ২৫ জন জিপিএ ফাইভ পেলেও দাখিলে শূন্য। গতবছর এসএসসিতে জিপিএ- ৫ পেয়েছিল ২৮ এবং দাখিলে ৩ জন পরীক্ষার্থী।
১৭ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ১ হাজার ৯৫০ জন অংশগ্রহণ করে পাস করেছে ৯৯৯ জন এবং দাখিলে ৯টি মাদরাসা থেকে ২৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮৫ জন পরীক্ষার্থী।