তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
রোজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর গ্রামে হযরত অালী(৮২) নামের এক বৃদ্ধ গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।
উপজেলার আছাদপুর গ্রামের মৃত বুধাই মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেলে তার ভাই সুজাত অালীর সাথে জমি জমার ভাগ ভাটোরা নিয়ে বৈঠক হওয়ার কথাছিল। কিন্ত হযরত আলী সকাল ১১টার দিকে বাড়ির কাঠাল গাছের সােথ ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে দীর্ঘদিন মানিষক রোগে ভুগছিলেন।
হোমনা থানাঅফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল ফয়সল বলেন এটি একটি আত্মহত্যা। থানায় অপমৃতুর মামলা হয়েছে। আজ বাদ জুম্মা নামাজে জানাযা শেষে আছাদপুর কবরস্থানে তােক দাফন করা হয়।