মো. তপন সরকার: হোমনা (কুমিল্লা) :
“বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় বিশ্ব উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম।
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোতাহার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র র্বমন,সমবায় কর্মকর্তা মো. জালাল হোসেনপ্রধান শিক্ষক নজরুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার প্রমুখ।