তপন সরকার, হোমনার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় পরিবার সাথে অভিমান করে কীটনাশক ঔষধ পান করে জিলানী মিয়া (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র আত্নহত্যা করেন।
সে ৩ নং দুলালপুর ইউনিয়ন ভিটি কালমিনা গ্রামের মো.কানু মিয়া ছেলে।
শুক্রবার বিকালে জানাযা শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়েছে ।