মো: মাসুদ রানা, স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনা উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে এক বখাটেকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত বখাটে ফেরদৌস আলম উপজেলার দাড়িগাঁও গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম তাকে এ সাজা দেন।
জানা গেছে, মঙ্গলবার ভোরে পাশের বাড়ির ওই স্কুলছাত্রীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে ফেরদৌস। এ সময় ছাত্রীর আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুুটে এসে তাকে উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক বখাটেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়।