ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হোমনা উপজেলাপরিষদ নির্বাচনে ভোটারদের নেই আগ্রহ নেই

মোঃ তপনসরকার , কুমিল্লা (হোমনা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায়নির্বাচনেরবাকিমাত্র ৮ দিন। এ নির্বাচননিয়েসাধারণ ভোটারদেও মাঝে তেমন কোনোআগ্রহ নেই। নেই তেমন কোনোউত্তাপ। নিরোত্তাপ এই নির্বাচনে একতরফা নামে মাত্র প্রচার-প্রচারণা চালিয়ে সময় পার করছেন আওয়ামীলীগের চেয়ারম্যানপ্রার্থী রেহানা বেগম। তবে হালছাড়েননি বাংলাদেশ ইসলামীফ্রন্টের মনোনীত প্রার্থী হাফেজ আব্দুস সালামসহ অন্য প্রার্থীরা। তারা তাদের কর্মীবাহিনী নিয়ে গণ-সংযোগ চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, নির্বাচনে আ’লীগের তিন বিদ্রোহী প্রার্থীসহ ছয়প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও ইতোমধ্যে দলীয় প্রার্থীকে সর্মথন দিয়ে সরে দাঁড়ালেন দুই প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুল (মটরসাইকেল) ও রোস্তম আলম স্বপন (আনারস)।

মাঠে রয়েছে দুই ইসলামী দলের প্রার্থীসহ চারজন । তারা হলেন- আ’লীগের প্রার্থী রেহানা বেগম (নৌকা), বিদ্রোহী মো. শহিদ উল্লাহ (ঘোড়া), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাফেজ আব্দুসসালাম (মোমবাতি) ও ইসলামী ঐক্য জোটের মুফতি শাহজালাল (মিনার)।

সরজমিনে সাধারণ ভোটার ও দলীয় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে তেমন কোনো উৎসাহ নেই। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর থেকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করলে ও চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা তেমন ছিলনা । বিশেষকরে দলের বিদ্রোহী প্রার্থী সরে দাড়ানোর পর থেকে প্রচার প্রচারনা নেই বললেই চলে । তবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী হাফেজ আব্দুসসালাম বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে দোয়ার পাশা পাশি প্রচারণা চালিয়ে যাচ্ছেন । তিনি নৌকার সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন । ধারনা করা হচ্ছে অবশেষে লড়াই হবে রেহানা বেগমের (নৌকা) সাথে হাফেজ আব্দুস সালামের ( মোমবাতি)।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

হোমনা উপজেলাপরিষদ নির্বাচনে ভোটারদের নেই আগ্রহ নেই

আপডেট সময় ০২:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
মোঃ তপনসরকার , কুমিল্লা (হোমনা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায়নির্বাচনেরবাকিমাত্র ৮ দিন। এ নির্বাচননিয়েসাধারণ ভোটারদেও মাঝে তেমন কোনোআগ্রহ নেই। নেই তেমন কোনোউত্তাপ। নিরোত্তাপ এই নির্বাচনে একতরফা নামে মাত্র প্রচার-প্রচারণা চালিয়ে সময় পার করছেন আওয়ামীলীগের চেয়ারম্যানপ্রার্থী রেহানা বেগম। তবে হালছাড়েননি বাংলাদেশ ইসলামীফ্রন্টের মনোনীত প্রার্থী হাফেজ আব্দুস সালামসহ অন্য প্রার্থীরা। তারা তাদের কর্মীবাহিনী নিয়ে গণ-সংযোগ চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, নির্বাচনে আ’লীগের তিন বিদ্রোহী প্রার্থীসহ ছয়প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও ইতোমধ্যে দলীয় প্রার্থীকে সর্মথন দিয়ে সরে দাঁড়ালেন দুই প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুল (মটরসাইকেল) ও রোস্তম আলম স্বপন (আনারস)।

মাঠে রয়েছে দুই ইসলামী দলের প্রার্থীসহ চারজন । তারা হলেন- আ’লীগের প্রার্থী রেহানা বেগম (নৌকা), বিদ্রোহী মো. শহিদ উল্লাহ (ঘোড়া), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাফেজ আব্দুসসালাম (মোমবাতি) ও ইসলামী ঐক্য জোটের মুফতি শাহজালাল (মিনার)।

সরজমিনে সাধারণ ভোটার ও দলীয় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে তেমন কোনো উৎসাহ নেই। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর থেকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করলে ও চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা তেমন ছিলনা । বিশেষকরে দলের বিদ্রোহী প্রার্থী সরে দাড়ানোর পর থেকে প্রচার প্রচারনা নেই বললেই চলে । তবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী হাফেজ আব্দুসসালাম বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে দোয়ার পাশা পাশি প্রচারণা চালিয়ে যাচ্ছেন । তিনি নৌকার সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন । ধারনা করা হচ্ছে অবশেষে লড়াই হবে রেহানা বেগমের (নৌকা) সাথে হাফেজ আব্দুস সালামের ( মোমবাতি)।