আজিজুর রহমান রনিঃ
রোজ সোমবার, ০১ ফেব্রুয়ারী ২০১৬ ইং(মুরাদনগর বার্তা ডটকম)ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার দাররা ইউনিয়নের মুরাদরগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব নামক স্থানে রোববার রাতে সিএনজি চালিত একটি অটোরিক্সা নিমানাধীন ব্রীজের খাদে ঘটনা স্থলে চালক নিহত হয়। এবং ২ জন যাত্রী গুরতর আহত হয়।
আহতদের স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত ডাক্তার আশংঙ্কা জনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
নিহত চালক আ: মান্নান (৬০) উপজেলার নগরপাড় গ্রামের বাসিন্দা। অঅহত যাত্রী মোসলেম ও রমজান পায়ব গ্রামের বাসিন্দা। তারা ঢাকা মেডিকেল হাপাতালে চিকিৎসা দিন রয়েছে।
স্থানীয়রা জানান, মুরাদরগর-ইলিয়টগঞ্জ সড়কে পায়ব নামক স্থানে ব্রীজের নির্মানকাজ চলাকালে রাস্তার উপর কোন প্রকার প্রতিবন্দকতা না থাকায়, রাতের বেলায় কোন কিছু ঝোজার আগেই দুজন যাত্রী নিয়ে সিএনজি চালক ব্রীজের খাদে পরে যায়। রাতেই ঘটনার পর মুরাদনগর থানার এসআই মাহাবুব ও জীবন হাজারীসহ একদল পুলিশ ঘটনার স্থল প্ররিদর্শন শেষে আহতদের করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
ব্রীজের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি জানায়, ব্রীজের দুই পাশে বাঁশ বাধা থাকে। হয়তো ভুলবসত কোন কর্মচারি কাজ করতে গিয়ে বাশটি খুলার পর আবার লাগাইতে ভুলে গেছিল।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্রীজের এক পাশে বাঁশ বাধা ছিল আর অন্যপাশ খালি থাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।