মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পরিষদ, প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনসমূহ, হোমনা উপজেলা প্রেসক্লাবসহ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। দিবসটি পালন উপলক্ষে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ, বিভিন্ন বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়।
বেলা ১২টায় শিল্পকলা একাডেমিতে প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউএনও কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা ও বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহামনা আবুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রসুল আহমেদ নিজামী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী, আওয়ামী লীগ সহ সভাপতি মো. ফজলুল হক মোল্লা, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, ইউসিসিএ লি. এর চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ।