বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শনিবার বিকালে লাকসামের ফুলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
লালমাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহীম খলিল জানান, কুমিল্লা থেকে চাঁদপুরগামী এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যান চালক, অটোরিকশাচালক ও একজন যাত্রী নিহত হন।