ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়োজন হলে জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন: সিইসি

জাতীয় ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সকল রাজনৈতিক দলের বিশ্লেষণ থাকলে ও নির্বাচন কমিশন যদি মনে করে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা হবে।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।
এ সময় তিনি আরো বলেন, আমরা সকল দলের অংশগহণে নির্বাচন চাই। আমরা নিশ্চয়তা দেব সু্ষ্ঠু অবাধ নির্বাচন হবে। অংশগ্রহণ মূলক নির্বাচন হবে। সব দল অংশগহণ করলে নির্বাচন সুষ্ঠু হবে এবং আশা করি সব দল নির্বাচনে অংশগহণ করবে।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রকিব উদ্দিন মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা তারেকুজ্জামান, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আমানত হোসেন খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের দেশে ৬০ ভাগ লোক যুবক, যাদের বয়স ৪০ বছরের নীচে। এটা একটা সম্পদ। যা পৃথিবীর বহু দেশে নেই।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশে এসে বলেছিলেন, তার দেশে আছে ৫০ভাগের কাছাকাছি। বাংলাদেশে আছে ৬৫ভাগের উপরে। তারা হলেন দেশের শক্তি। ২০০০ সালে যাদের জন্ম আজকে তারা ভোটার হয়ে যাবে। তারা ভোটার হয়ে দেশে নেতৃত্ব দেবে, দেশে ভোট দেবে, ভোট দিয়ে তারা নেতা নির্বাচন করবে, এবং নেতাদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। তারা নিজেরাও নেতৃত্বের সুযোগ গ্রহণ করবে। যখন তাদের বয়স ১৮বছর পেরিয়ে যাবে, তখন তারা এ কর্মযজ্ঞে প্রবেশ করবে।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

প্রয়োজন হলে জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন: সিইসি

আপডেট সময় ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
জাতীয় ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সকল রাজনৈতিক দলের বিশ্লেষণ থাকলে ও নির্বাচন কমিশন যদি মনে করে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা হবে।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।
এ সময় তিনি আরো বলেন, আমরা সকল দলের অংশগহণে নির্বাচন চাই। আমরা নিশ্চয়তা দেব সু্ষ্ঠু অবাধ নির্বাচন হবে। অংশগ্রহণ মূলক নির্বাচন হবে। সব দল অংশগহণ করলে নির্বাচন সুষ্ঠু হবে এবং আশা করি সব দল নির্বাচনে অংশগহণ করবে।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রকিব উদ্দিন মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা তারেকুজ্জামান, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আমানত হোসেন খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের দেশে ৬০ ভাগ লোক যুবক, যাদের বয়স ৪০ বছরের নীচে। এটা একটা সম্পদ। যা পৃথিবীর বহু দেশে নেই।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশে এসে বলেছিলেন, তার দেশে আছে ৫০ভাগের কাছাকাছি। বাংলাদেশে আছে ৬৫ভাগের উপরে। তারা হলেন দেশের শক্তি। ২০০০ সালে যাদের জন্ম আজকে তারা ভোটার হয়ে যাবে। তারা ভোটার হয়ে দেশে নেতৃত্ব দেবে, দেশে ভোট দেবে, ভোট দিয়ে তারা নেতা নির্বাচন করবে, এবং নেতাদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। তারা নিজেরাও নেতৃত্বের সুযোগ গ্রহণ করবে। যখন তাদের বয়স ১৮বছর পেরিয়ে যাবে, তখন তারা এ কর্মযজ্ঞে প্রবেশ করবে।