নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
২৩ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম)ঃ
কুমিল্লার লাকসাম উপজেলার বৈশকপালিয়া এলাকায় এসএ পরিবহনের কাভার্ডভ্যানের চাপায় মাজেদুল ইসলাম (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাসুদ রানা নামে অপর এক আরোহী।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে এ দুঘর্টনা ঘটে। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।
হতাহতদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। আহত মাসুদ রানাকে কুমিল্লাা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাজেদুল ইসলাম ও মাসুদ রানা মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে এসএ পরিবহনের নোয়াখালীগামী একটি কাভার্ডভ্যান সামনে
থেকে মোটরসাইকেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাজেদুলের মৃত্যু হয়।
এ বিষয়ে লাকসাম থানার ইন্সপেক্টর (তদন্ত) নাছির উদ্দিন মৃধা জানান, একজন নিহত হয়েছে শুনেছি।