ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হোমনা পৌর সড়কের বেহাল দশা:দেখার যেন কেহ নেই?

pc homna 29-05-15

মো: মোর্শেদুল ইসলাম সাজু, বিশেষ প্রতিনিধঃ

রোজ শুক্রবার, ২৯ মে ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার হোমনা পৌরসভার চৌরাস্তা থেকে বাস শহরের ব্যস্ততম এই সড়কটিতে শত শত ছোট বড় যানবাহন, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ প্রতিদিন ঝুক্কি নিয়েই চলাচল করছে। দীর্ঘ দিন এ সড়কটির কোনো সংস্কার কাজ না হওয়ায় ইট, পিচ, কংক্রিট, ম্যাকাডম উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গরর্ত।

জরাজীর্ণ এ সড়কে রিক্সা অথবা সিএনজি উল্টে গিয়ে সৃস্ট ছোট বড় দুর্ঘটনা যেন নিত্য দিনের ঘটনা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি যেন দীর্ঘ খালে পরিণত হয়ে রূপ নেয় স্থায়ী জলবদ্ধতার। অসংখ্য সিএনজিসহ ছোট বড় যানবাহন চলাচলে সড়কটি একেবারেই অযোগ্য হওয়ায় জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ।

এমন বেহাল দশায় প্রতিদিনের যাত্রী চাকুরীজীবী সখিনা বেগম তার বিরক্তভাব প্রকাশ করে প্রতিবেদকের মাধ্যমে প্রশ্ন রাখেন- সড়কটির বেহাল দশা ঘুঁচবে কবে?

এ ব্যপারে কুমিল্লা সড়ক ও জনপদ(সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সাইফ উদ্দিন আহম্মেদ বলেন, এ সড়কটি নির্মাণের জন্য প্রকল্প ইতোমধ্যে একনেকে পাশ হয়েছে। জনস্বার্থেই সড়কটি উঁচু এবং দীর্ঘস্থায়ী করতে বিশেষভাবে চিন্তা-ভাবনা করছি। ফলে দরপত্র আহ্বান করতে একটু দেরী হচ্ছে। অল্প দিনের জন্য ভারি কাজ করতে পৌরসভাকে অনুমতি দিতে পারি না।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

হোমনা পৌর সড়কের বেহাল দশা:দেখার যেন কেহ নেই?

আপডেট সময় ০৮:৩৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০১৫

pc homna 29-05-15

মো: মোর্শেদুল ইসলাম সাজু, বিশেষ প্রতিনিধঃ

রোজ শুক্রবার, ২৯ মে ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার হোমনা পৌরসভার চৌরাস্তা থেকে বাস শহরের ব্যস্ততম এই সড়কটিতে শত শত ছোট বড় যানবাহন, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ প্রতিদিন ঝুক্কি নিয়েই চলাচল করছে। দীর্ঘ দিন এ সড়কটির কোনো সংস্কার কাজ না হওয়ায় ইট, পিচ, কংক্রিট, ম্যাকাডম উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গরর্ত।

জরাজীর্ণ এ সড়কে রিক্সা অথবা সিএনজি উল্টে গিয়ে সৃস্ট ছোট বড় দুর্ঘটনা যেন নিত্য দিনের ঘটনা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি যেন দীর্ঘ খালে পরিণত হয়ে রূপ নেয় স্থায়ী জলবদ্ধতার। অসংখ্য সিএনজিসহ ছোট বড় যানবাহন চলাচলে সড়কটি একেবারেই অযোগ্য হওয়ায় জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ।

এমন বেহাল দশায় প্রতিদিনের যাত্রী চাকুরীজীবী সখিনা বেগম তার বিরক্তভাব প্রকাশ করে প্রতিবেদকের মাধ্যমে প্রশ্ন রাখেন- সড়কটির বেহাল দশা ঘুঁচবে কবে?

এ ব্যপারে কুমিল্লা সড়ক ও জনপদ(সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সাইফ উদ্দিন আহম্মেদ বলেন, এ সড়কটি নির্মাণের জন্য প্রকল্প ইতোমধ্যে একনেকে পাশ হয়েছে। জনস্বার্থেই সড়কটি উঁচু এবং দীর্ঘস্থায়ী করতে বিশেষভাবে চিন্তা-ভাবনা করছি। ফলে দরপত্র আহ্বান করতে একটু দেরী হচ্ছে। অল্প দিনের জন্য ভারি কাজ করতে পৌরসভাকে অনুমতি দিতে পারি না।