বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
বাঞ্ছারামপুর উপজেলা ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী পাড়াতলী গ্রামের পশ্চিম পার্শ্বে প্রাকৃতিক মনোরম পরিবেশে কৃষি মন্ত্রণালয় ২৪ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট।
উদ্বোধনীর অপেক্ষায় দিন গুনছে এলাকার মানুষ। প্রতিষ্ঠানটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় এবং মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন প্রকল্প”-এর আওতায় নির্মিত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম এমপি দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন এবং এদেশের কৃষকদের ভাগ্যে উন্নয়নের জন্য কৃষি প্রযুক্তিবিদ্যায় পারদর্শী জনবল সৃষ্টির লক্ষ্যে বাঞ্ছারামপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয় বলে তিনি জানান।
২০১৩ সালের জুলাই মাসে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১৮ সালের জুন মাসে শেষ হবে ।
গত শনিবার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ বাঞ্ছারামপুর উপজেলার নবনির্মিত কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট পরিদর্শন করেন। তিনি বলেন, নির্মাণ কাজ শেষে উদ্বোধনীর পর এ বছরই চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স চালু হবে এবং ভর্তির জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। কৃষি ডিপ্লোমা পাস করে উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, পিপিএম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।