অন্তর্জাতিক ডেস্কঃ
কানাডার রাজধানী অটোয়ায় আয়োজিত দুই সপ্তাহব্যাপী টিউলিপ উৎসব সোমবার শেষ হয়েছে। গত ১১ মে এই ফুলোৎসব শুরু হয়েছিল।
শীতের আইস ফেস্টিভাল মতো সামারের টিউলিপ ফেস্টিভালও কানাডার এক ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে। প্রতিবারের মতো এবারো দেশ-বিদেশের হাজার হাজার দর্শক নানা বর্ণের ফুলের নান্দনিক সৌন্দর্য উপভোগ করেন। গত বছর এই প্রদর্শনী আকর্ষণে ছুটে আসে ৬৫০,০০০ জন পুষ্পপ্রেমী।
উল্লেখ্য, ১৯৫৩ সালে রাজধানীর কমিশনার্স পার্ক এবং ডাউজ লেকের তীরে টিউলিপ উৎসব শুরু হয়। এই টিউলিপ ফেস্টিভালের মূল লক্ষ্য হচ্ছে- বন্ধুত্ব এবং শান্তির প্রতীক।