মো: হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মুরাদনগর উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল সোমবার উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির উপজেলা সভাপতি আবু কাউছার ভুইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, দপ্তর সম্পাদক ও চান্দিনা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কমল বকসী।, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, তুহিন কান্তি দাস, নাজমুল হক শিকদার, সায়মা সাবরিন, সমিতির উপজেলা সাধারন সম্পাদক জাকির হোসেন, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা ও ব্যবসায়ী হাবিবুর রহমান।
ইফতার পূর্বে মোনাজাত পরিচালনা করেন নোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা অলী উল্লাহ সুলতানী। হামদ ও নাত পাঠ করেন কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদরাসার সুপার মাওলানা জসিম উদ্দিন। এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। # #