অন্তর্জাতিক ডেস্কঃ
নতুন সংস্কারের পথে আরও একধাপ এগুলো সৌদি আরব। সৌদি আরবের নারীরা এবার বিমান চালানোর অনুমতি পাচ্ছেন। এমনটি জানিয়েছে সৌদি আরব।
দুবাই থেকে প্রকাশিত গালফ নিউস জানায়, সৌদি আরবের নারীরা খুব শিগগির বিমান চালানোর ছাড়পত্র পাবে। এজন্য সৌদি সরকার দ্রুত কাজ করে যাচ্ছে। শতাধিক নারী বিমান চালানোর প্রশিক্ষণ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তারা ইতিমধ্যে আবেদনপত্রও পূরণ করেছেন।
আরব সরকারের নতুন এ সংস্কারের ব্যাপারে ব্যাপক আলোচনা শুরু হয়েছে দেশটিতে। অনেকে দেশটির সরকারের এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন।
গালফ নিউস আরও জানায়, আসছে সেপ্টম্বর মাস থেকে প্রশিক্ষণের কাজ শুরু হবে। ‘অক্সফোর্ড এভিয়েশন একাডেমী’ সৌদি নারীদের প্রশিক্ষণ দিবে। সংস্থাটির প্রধান জানায়, তিন বছর প্রশিক্ষণ শেষে নারীদের বিমান চালানোর ছাড়পত্র দেওয়া হবে।
এর আগে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি মেলে। এবার পেলো বিমান চালানোর।