অন্তর্জাতিক ডেস্কঃ
১৮ হাজার ফুট ওপরে বরফে ঢাকা পর্বতে ওঠার সময় হোঁচট খেলেন আরোহী। তাকিয়ে দেখেন লাশ, কাছেই বিমানের ধ্বংসাবশেষও। এভাবে ৫০ বছর আগে নিহত ব্যক্তির লাশ খুজে পান তারা। বিমান দুর্ঘটনাটি ঘটেছিল ১৯৬৮ সালে, ভারতের হিমাচল প্রদেশে। হিন্দুস্তান টাইমস।
জানা যায়, চন্ডিগড় থেকে লেহ যাওয়ার পথে খারাপ আবহাওয়ায় তৎকালীন সেভিয়েত ইউনিয়নের তৈরি ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানটি হিমাচলে বিধ্বস্ত হয়।
আরোহী দলের প্রধান রাজিব রাওয়াত জানান, ১ জুলাই থেকে তারা মূলত পর্বত পরিষ্কারের এক অভিযান শুরু করেন। এমন কিছু ঘটবে তারা ঘুনাক্ষরেও ভাবেননি।
তিনি বলেন, ‘আমরা অবাক হয়ে যাই। সৈন্যটির মাথা বরফে ভেতর ঢোকানো ছিল। ৫০ বছর পরও তার হাত-পা ছিল অবিকৃত।’
‘লাশের পাশে থাকা ব্যাগ থেকে আমরা নিশ্চিত হই তিনি একজন সৈনিক ছিলেন। ব্যাগে একটি ম্যাগাজিনও ছিল।’ বলেন রাওয়াত।