ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেসি-রোনালদোরা যেখানে ফাঁকিবাজ, ধোনি সেখানে সেরা

খেলাধূলা ডেস্কঃ

এই যন্ত্রণা সইতে না পেরে স্প্যানিশ লিগ ছেড়ে ইতালিতে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির বিরুদ্ধেও উঠেছে কর ফাঁকির অভিযোগ। এবার সরকারকে কর প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করলেন ক্রিকেটবিশ্বের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১৭-১৮ অর্থবর্ষে ঝাড়খণ্ডের সেরা করদাতা হয়েছেন তিনি।

আয়কর জমা দেওয়ার বিষয়ে ‘ক্যাপ্টেন কুল’ বরাবরই সচেতন। কখনই এই নিয়ে অভিযোগ তোলার সুযোগ দেননি তিনি। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, গত অর্থবর্ষে ১২ কোটি ১৭ লক্ষ রুপি আয়কর দিয়েছেন ধোনি। পাশাপাশি চলতি অর্থবর্ষের জন্য ৩ কোটি টাকা অগ্রিম আয়কর দাখিল করেছেন ধোনি। চিফ ইনকাম ট্যাক্স কমিশনার ভি মহালিঙ্গমের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৬-১৭ অর্থবর্ষে ধোনি ১০ কোটি ৯৩ লক্ষ টাকা আয়কর দিয়েছিলেন। তবে সেবার তিনি ঝাড়খণ্ডের সর্বোচ্চ আয়করদাতা হতে পারেননি।

বর্তমান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধোনির থেকে বেশি আয় করেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। অবশ্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী দেশের হয়ে ক্রিকেট খেলে ধোনির থেকে বেশি টাকা আয় করেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহরা। তবে আইপিএলের পারিশ্রমিক ও বিজ্ঞাপনবাবদ ধোনির উপার্জন কোহলি ছাড়া বাকিদের থেকে বেশি।

আগামী বছর ছবিটা বদলে যেতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ধোনির আচরণে অবসরের ইঙ্গিত ছিল বলেই মনে করছে অনেকে। আম্পায়ারের কাছ থেকে স্মারক বল চেয়ে নেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ধোনির অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়। ভারতের কোচ রবি শাস্ত্রী অবশ্য এমন জল্পনায় জল ঢেলে দিয়ে বলেছেন, বোলিং কোচকে বলটা দেখানোর জন্যই ধোনি আম্পায়ারের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। তারপরেও ২০১৯ বিশ্বকাপই হয়তো ধোনির ক্যারিয়ারের মাইলফলক হতে যাচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

মেসি-রোনালদোরা যেখানে ফাঁকিবাজ, ধোনি সেখানে সেরা

আপডেট সময় ০৪:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
খেলাধূলা ডেস্কঃ

এই যন্ত্রণা সইতে না পেরে স্প্যানিশ লিগ ছেড়ে ইতালিতে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির বিরুদ্ধেও উঠেছে কর ফাঁকির অভিযোগ। এবার সরকারকে কর প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করলেন ক্রিকেটবিশ্বের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১৭-১৮ অর্থবর্ষে ঝাড়খণ্ডের সেরা করদাতা হয়েছেন তিনি।

আয়কর জমা দেওয়ার বিষয়ে ‘ক্যাপ্টেন কুল’ বরাবরই সচেতন। কখনই এই নিয়ে অভিযোগ তোলার সুযোগ দেননি তিনি। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, গত অর্থবর্ষে ১২ কোটি ১৭ লক্ষ রুপি আয়কর দিয়েছেন ধোনি। পাশাপাশি চলতি অর্থবর্ষের জন্য ৩ কোটি টাকা অগ্রিম আয়কর দাখিল করেছেন ধোনি। চিফ ইনকাম ট্যাক্স কমিশনার ভি মহালিঙ্গমের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৬-১৭ অর্থবর্ষে ধোনি ১০ কোটি ৯৩ লক্ষ টাকা আয়কর দিয়েছিলেন। তবে সেবার তিনি ঝাড়খণ্ডের সর্বোচ্চ আয়করদাতা হতে পারেননি।

বর্তমান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধোনির থেকে বেশি আয় করেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। অবশ্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী দেশের হয়ে ক্রিকেট খেলে ধোনির থেকে বেশি টাকা আয় করেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহরা। তবে আইপিএলের পারিশ্রমিক ও বিজ্ঞাপনবাবদ ধোনির উপার্জন কোহলি ছাড়া বাকিদের থেকে বেশি।

আগামী বছর ছবিটা বদলে যেতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ধোনির আচরণে অবসরের ইঙ্গিত ছিল বলেই মনে করছে অনেকে। আম্পায়ারের কাছ থেকে স্মারক বল চেয়ে নেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ধোনির অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়। ভারতের কোচ রবি শাস্ত্রী অবশ্য এমন জল্পনায় জল ঢেলে দিয়ে বলেছেন, বোলিং কোচকে বলটা দেখানোর জন্যই ধোনি আম্পায়ারের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। তারপরেও ২০১৯ বিশ্বকাপই হয়তো ধোনির ক্যারিয়ারের মাইলফলক হতে যাচ্ছে।