মো: হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি ভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান ও শিক্ষা উপকরণ সামগ্রি বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল রহিম-রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধণা প্রধান করে দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির।
দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতাহার হোসেনের উপস্থ্পানায় বিশেষ অতিথি ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ডিপিডিসির নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার রমিজ উদ্দিন সরকার।
এ সময় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা প্রফেসর সফিকুল ইসলাম ভুইয়া, সমিতির সাধারণ সম্পাদক ডা: এএফএম কামাল উদ্দিন সেলিম, ইউপি চেয়ারম্যান শাহাজাহান বিএসসি, কাজিয়াতল রহিম-রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহিম মোল্লা, প্রধান শিক্ষক জামাল হোসেন, কাজিয়াতল দক্ষিণ পাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মাস্টার, হাজী ইউনুস মুন্সী, দেলোয়ার হোসেন, আবু তাহের।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমিতির সমাজকল্যাণ সম্পাদক এম এ লতিফ রৌশন, সমিতির নির্বাহী সদস্য একেএম নেছার উদ্দিন দুলাল, হাজী আবুল কাসেম প্রমুখ।