মাহবুব আলম আরিফঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার আমপাল গ্রামে এক কিশোরীকে(১৭) ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে ধর্ষক পুলিশ সদস্য জহিরুল ইসলামের বিরুদ্ধে।
বুধবার রাতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বাদী পারভীন আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই শুক্রবার রাতে উপজেলার আমপাল গ্রামের কিশোরীকে(১৭) ধর্ষণ করার অভিযোগে তরুণী পরদিন শনিবার রাতে মুরাদনগর থানায় উপজেলার আমপাল গ্রামের বাহার মিয়ার ছেলে পুলিশ সদস্য জহিরুল ইসলামের(৩৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়ের হওয়ার পর থেকে তাজুল ইসলাম, দিদার মোল্লা, পুলিশ সদস্য জহিরুল ইসলামের স্ত্রী হাসু বেগম প্রমুখ বিভিন্ন সময় বাদীকে মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম জানান, মামলা তদন্তাধীন রয়েছে। আর বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এই মর্মে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।