নাজিম উদ্দিনঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় ট্রাক চাপায় গোমতা ইছহাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী আকলিমা আক্তার(১৫) নিহত হয়েছে। এ সময় আরো তিন শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্রাগ্রাম মহাসড়কের উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গোমতা স্কুকের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রী গোমতা ইছহাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মানবিক বিভাগের ছাত্রী ও বাবুটি পাড়া গ্রামের অবদি মিয়ার মেয়ে আকলিমা আক্তার(১৫) মৃত্যু হয়।
অহতরা হলো, একই শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ও একই গ্রামের মনির হোসেনের মেয়ে তামান্না ইসলাম(১৫)। তাকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর জন একই শ্রেনীর ছাত্র সিয়াম মাহমুদ(১৫)।
জানা যায়, উপজেলার গোমতা ইছহাকিয়া উচ্চ বিদ্যালেয়র শিক্ষার্থীরা পাশের ঢাকা-চট্রগ্রাম মহা সড়কের পাশদিয়ে হাটার সময় কুমিল্লাগামী দ্রুতগতিতে আসা একটি ট্রাক শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনার স্থলেই আকলিমার মৃত্যু হয়। এ সময় আরো তিন শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর বিক্ষোবদ্ধ শিক্ষার্থীরা ঘাতকে আটকের দাবিতে ঢাকা-চট্রাগ্রাম মহা সড়ক অবরোধ করে। পরে ইলিয়েটগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ জীবন হাজারির নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাহিদ আহাম্মেদ ঘটনার স্থল পরির্দশন করে।
এ বিষয়ে ইলিয়েটগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ জীবন হাজারি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে আটকের চেষ্ঠা চলছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।