অন্তর্জাতিক ডেস্কঃ
কট্টরপন্থী সন্দেহে চীনের ১০ লাখ উইগুর মুসলিমকে রাজনৈতিক শিবিরে আটকে রাখা হয়েছে অভিযোগ করেছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার বিষয়ক কমিটি জেনেভাতে চীনের ওপর দুদিনের যে বিশেষ সভা করছে, সেখানে এ অভিযোগ করা হয়। এ ব্যাপারে চীনের জবাব পাওয়া যায়নি।
বিবিসি বাংলার খবরে বলা হয়, সভায় অভিযোগ উত্থাপন করেন জাতিসংঘের জাতিগত বৈষম্য বিষয়ক কমিটির সদস্য গে ম্যাকডুগাল।
তিনি বলেন, ‘এমন খবর তিনি পেয়েছেন যে চীনা কর্তৃপক্ষ স্বায়ত্তশাসিত উইগুর প্রদেশকে কার্যত বিশাল একটি বন্দীশিবিরে’ রূপান্তরিত করেছে।
চীন এ অভিযোগের তাৎক্ষণিক জবাব দেয়নি। চীনা প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, সোমবার এই অভিযোগের জবাব দেওয়া হবে।
তবে এর আগে বিভিন্ন সময় চীন বলেছে, এ ধরণের বন্দী শিবিরের কোনো অস্তিত্ব নেই।