মো: মাসুম মুন্সী, স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ
রোজ সোমবার, ১৫ সেপ্টম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজারে ব্যবসার বকেয়া পাওনা টাকা চাইতে যাওয়ায় কথা কাটাকাটি নিয়ে সর্ঘষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ্যের ৫জন আহতের খবর পাওয়া গেছে।
রোববার রাত ৮টার দিকে কোম্পানিগঞ্জ বাজেরে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার উত্তর ত্রিশ গ্রামের সাহেব আলীর ছেলে শাকিল হোসেন(৩৮), রশিদ ভূআয়ার ছেলে এরশাদ মিা(২৫), নায়েব আলীর ছেলে অলাউদ্দিন(২৫) ও রশিদ মিয়ার ছেলে আনসর হোসের(২২) অন্য এক জনের নাম জানা যায়নি।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের পেয়াজ ব্যবসায়ী আনসর, আলাউদ্দিন, রফিক তাদের পেয়াজ ব্যাসার বকেয়া টাকা সোমবার রাত ৮টার দিকে আরেক পেয়াজ ব্যবসায়ী দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ীর হারুন মিয়ার ছেলে আশিকের(২৯) কছে চাইতে গেলে কাথা কাটাকাটির এক প্রর্যায়ে পাওনা টাকা চাইতে যাওয়াদের উপর আশিকের নেতৃত্বে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে দুলাল(৩৫), ইসমাইল ােসেনের ছেলে আলামিন, হারুন মিয়ার ছেলে অঅশিক(২৭), আ: করিম মিয়ার ছেলে ইকরামুল হক, মৃত হাবিব মিয়ার ছেলে ফেরদৌস(৩২)সহ ১০/১২ জন সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে অহত করে। পরে পূর্নিমা সেনেমা হলে প্রবেশ করে ভাংচুর ও লোটপাট করে। মুাদনগর উজেলার উত্তর ত্রিশ গ্রামের সাহেব আলীর ছেলে শাকিল হোসেন(৩৮) বাধা প্রধান করলে ঐ সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। পওে স্থানীয়রা উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে মুরাদনগর থানা ও দেবীদ্বার থানর পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন। এ নিয়ে কোম্পানীঞ্জ বাজারের থমথমে বিরাজ করছে। পরে আহত শাকিল হোসেনের ভাই ভিপি জাকির হোসেন মঙ্গলবার সকালে বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামসহ ২৫ জনের নামে মুরাদনগর থানায় একটি মামলা করেন।
বাদী জাকির হোসেন জানান, পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে। অভিযোগÍ কারিদের বিরুদ্ধে মুরাদনগর থানায় কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হত্যা ও রামচন্দ্রপুর হিন্দু বাড়িতে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মিজানুর রহমান জানান, আসামীদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।