মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
রোজ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাস ষ্টেশন থেকে বৃহস্পতিবার ভোর রাতে পুরাতন লোহার স্ক্র্যাপ বোঝাই ট্রাক থেকে পুরাতন সিমেন্টের বস্তা ভর্তি ৬০ কেজি গাজাসহ একটি ট্রাক আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
এঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয় ।
আটককৃতরা হল, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বড়গ্রামের সোলমান মিয়ার ছেলে রিপন (চালক) (২১) ও একই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে জহির (হেলপার)(২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে পুরাতন স্ক্র্যাপ বোঝাই ট্রাকে করে মাদকের একটি বড় চালান কুমিল্লার মুরাদনগর হয়ে ঢাকা যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে চট্র-মেট্রো-ট-১১-৪৬৬১ নাম্বারের ট্রাকটিতে তল্লাশি করে বস্তাভর্তি ৬০ কেজি গাজা উদ্ধার করে এবং চালক ও হেলপারসহ দু’জনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এ ব্যবসার সাথে জড়িত মুল হোতার জেলার চৌদ্দগ্রাম উপজেলার সোয়াগাজি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সুমনের(২৮) নাম প্রকাশ করেছে। ট্রাকটি থানায় আটক রাখা হয়েছে। আটককৃতদের