শামীম আহাম্মদ :
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক মহসীন খন্দকারের পিতা ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খন্দকার (৬৯) বৃহস্পতিবার বেলা দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য শুভাকাক্সক্ষী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ (শুক্রবার) সকাল ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া (দড়িপাড়া) শাহী মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ব্যাংকার রুহুল আমিন খন্দকারের মৃত্যুতে আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।