জাতীয় ডেস্ক:
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ তুরস্ক থেকে আসা এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ। তার নাম হাসান আলী।
শনিবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১২ নম্বর ফ্লাইটে ঢাকা আসেন হাসান আলী।
পরে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশি করে তার লাগেজে একটি বিদেশি পিস্তল ও ১০০ রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃত যাত্রীকে অস্ত্রসহ বিমানবন্দর থানায় দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া ঢাকাটাইমসকে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হবে।