আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আল বাবে শনিবার একটি বোমা হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। তুরষ্কের সীমান্তবর্তী এই শহরটি বর্তমানে তুর্কি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তুরষ্কের রাষ্ট্রায়ত্ব সংবাদসংস্থা আনাদলু নিউজ এজেন্সী এই তথ্য দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আল বাবের একটি বাস ও ট্যাক্সি স্টেশনে এই বোমা হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এ সংক্রান্ত কোন সরকারি বিবৃতি এখনও আসেনি। এমনকি কে বা কারা এই হামলা চালিয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, বোমা হামলায় অন্তত ১৪ জন মারা গেছেন। এর মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক।