দেলোয়ার হোসেন, স্টাফ রির্পোটারঃ
রোজ সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার দাউদকান্দিতে এক হাজার ৪০০পিছ ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ থেকে আরমান হোসেন নিলয় নামে মাদক পাচারকারীকে আটক করা হয় । সে কুমিল্লা সদও দক্ষিন উপজেলার উলুর চর নোয়া বাড়ীর মৃত আব্দুল গফুরের ছেলে।
দাউদকান্দি মডেল থানার এএসআই ইয়ামিন জানান, গোপন সংবাদেও ভিত্তিতে জানতে পারি কুমিল্লা থেকে মাদকের একটি বড়ো চালান ঢাকায় যাবে । তাই প্রতিদিনের মতো আজ দুপুরে দাউদকান্দি টোল-প্লাজায় ডিউটি পালনের সময় ঢাকাগামী সাদা রংয়ের একটি প্রাইভেটকার(ঢাকা মেট্টো-খ-১২-১০৮৩) আমাদেরকে দেখে গাড়িটি ঘুড়িয়ে উল্টো কুমিল্লার দিকে চলে যায়। এ সময় আমরা পিছু ধাওয়া করে গৌরীপুর আমিরাবাদে গিয়ে গাড়িটি আটক থানায় নিয়ে আসি। পরে গাড়ির ভিতর থেকে চারটি চটের বস্তা ও চারটি কার্টুনের ভিতর থেকে এক হাজার ৪০০ পিছ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, আটককৃত আরমান হোসেন নিলয় গত বছর অক্টোবরে নারায়নগঞ্জের ফতুল্লায় নয়’শ ৭০ বোতল ফেন্সিডিল ধরা পড়েছিল। সে কুমিল্লার জাকির মেম্বার নামে এক বড় মাদক চোরাকারবারীর হয়ে কাজ করে।