ধর্ম ও জীবন “:
করোনার ক্রমবর্ধমান হুমকির মুখে সারা দেশে সব মসজিদে নামাজ আদায় স্থগিত ঘোষণার পর এবার পবিত্র কাবার মসজিদ আল হারাম ও মসজিদে নববিতেও নামাজ স্থগিত করেছে সৌদি আরব।
শুক্রবার (২০ মার্চ) তুরস্কভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জেনারেল প্রেসিডেন্সি অব মক্কা’স গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স মস্ক ইন মদিনার মুখপাত্র হানি বিন হোসনি হায়াদারের বরাত দিয়ে সৌদি সরকারের সংবাদ সংস্থা এসপিএ জানায়, করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ ও নিরাপত্তা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে কাবা ও মসজিদে নববীতে জনসমাগম ও নামাজ স্থগিত রাখা হয়েছে।
এর আগে কাবার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববি ছাড়া দেশের বাকি সব মসজিদে জামাতে নামাজ আদায়স্থগিত করে সৌদি আরব।
গতকাল পর্যন্ত সৌদি আরবে ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এরই মাঝে বিশ্বের ১৬০টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। দেশে রাজনৈতিক, ধর্মীয়সহ সব ধরনের গণজমায়েত বন্ধ করা হচ্ছে। করোনার বিস্তার রোধে জনসমাগম বন্ধই সবচেয়ে জরুরি ও কার্যকরী পদক্ষেপ।