শামীম আহম্মেদ, মুরাদনগর:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিভিন্ন জেলা ও উপজেলায় দেখা দেয়ায় কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স ও কর্মচারীদের জন্য চিকিৎসা নিরাপত্তা সামগ্রীসহ পিপিই প্রদান করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলমের নিকট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জেলা এরিয়া ম্যানেজার মাসুদ রানা ওই পিপিই প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম-আাহবায়ক মাহফুজুর রহমান বাকি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এমপিও শাহিন মিয়া ও এমপিও শাহ আলম প্রমুখ।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জেলা এরিয়া ম্যানেজার মাসুদ রানা বলেন, হাসপাতালে আগত রোগিদের নিরবিচ্ছিন্ন সেবা যাতে ডাক্তারগণ নিরাপত্তায় থেকে দিতে পারে সে লক্ষে পিপিই প্রদান করা হয়েছে। হাসপাতালের প্রয়োজনে আরো পিপিই ও মাক্স দিব।