বেলাল উদ্দিন আহম্মদঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আগামী ৪জুন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, মঙ্গলবার মননোয়ন পত্র দাখিলের শেষ দিন শেষে উপজেলার ২২টি ইউনিয়ন, ১৯৮টি ওয়ার্ড ও মহিলাদের জন্য সংরক্ষিত ৬৬টি ওয়ার্ডে প্রার্থী হিসাবে মোট ১১৫৯জন প্রার্থী মনোনয়ন পত্র সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে জমা দিয়েছেন। এর মধ্যে উপজেলার ২২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১৫৯ জন, সংরক্ষিত মহিলা ৬৬টি ওয়ার্ডের জন্য ২০৩ জন, সাধারন ১৯৮ ওয়ার্ডের জন্য ৭৯৭জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। বুধবার মনোনয়ন পত্র বাছাই করা হবে।
উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ২২টিতে আ’লীগের প্রার্থী থাকলেও ২১টিতে বিএনপি’র প্রার্থী রয়েছে। উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে আ’লীগ নেতার ভাই নির্বাচন করায় ঐ ইউনিয়নে কেউ মনোনয়ন পত্র দাখিল করেনি। অতীতের মত এবারও সফু মিয়া সরকার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলেউপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুল হক জানান। ওই ইউনিয়নের ৪ ৫ ৬ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে একটি ও সাধারন সদস্য হিসাবে ১নং ও ৯নং ওয়ার্ডে একটি করে মনোনয়ন পত্র জমা হয়।
দিয়েছে।
জানা যায়, ৬ষ্ঠ ধাপে নির্বাচনের জন নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১০ মার্চ মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে ১ নং শ্রীকাইল ইউপিতে চেয়ারম্যান পদে ১২জন, সংরক্ষিত সদস্য ১১জন, সাধারন সদস্য ৩৮জন, ২ নং আকব পুর ইউপিতে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত সদস্য ৯ জন, সাধারন সদস্য ৩৯জন, ৩ নং আন্দিকোট ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য ৬জন, সাধারন সদস্য ৩৫জন, ৪ নং পূর্ব ধৈইর পূর্ব ইউপিতে চেয়ারম্যান পদে ১২জন, সংরক্ষিত সদস্য ৬জন, সাধারন সদস্য ৩২জন,
৫ নং পূর্ব ধৈইর পশ্চিম ইউপিতে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত সদস্য ১০জন, সাধারন সদস্য ৩২জন, ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত সদস্য ৯জন, সাধারন সদস্য ৩৫জন, ৮ নং চাপিতলা ইউপিতে চেয়ারম্যান পদে ১০জন, সংরক্ষিত সদস্য ৮জন, সাধারন সদস্য ২৮জন, ৯ নং কামাল্লা ইউপিতে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত সদস্য ৯জন, সাধারন সদস্য ২৭জন, ১০ নং যাত্রাপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত সদস্য ১১জন, সাধারন সদস্য ৪৬জন, ১১ নং রামচন্দ্রপুর দক্ষিন ইউপিতে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত সদস্য ৬জন, সাধারন সদস্য ৩৪জন, ১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউপিতে চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত সদস্য ৪জন, সাধারন সদস্য ২৬জন, ১৩ নং মুরাদনগর সদর ইউপিতে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত সদস্য ১২জন, সাধারন সদস্য ৪৭জন, ১৪ নং নবীপুর পূর্ব ইউপিতে চেয়ারম্যান পদে ১২জন, সংরক্ষিত সদস্য ১৪জন, সাধারন সদস্য ৪৬জন, ১৫ নং নবীপুর পশ্চিম ইউপিতে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত সদস্য ১০জন, সাধারন সদস্য ৩৭জন, ১৬ নং ধামঘর ইউপির চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত সদস্য ১৪জন, সাধারন সদস্য ৫৫জন, ১৭ নং জাহাপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত সদস্য ৬জন, সাধারন সদস্য ৩৬জন,
১৮ নং ছালিয়াকান্দি ইউপিতে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত সদস্য ৯জন, সাধারন সদস্য ৩২জন, ১৯ নং দারোরা ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত সদস্য ৬জন, সাধারন সদস্য ৩৬জন, ২০ নং পাহাড়পুর ইউপিতে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত সদস্য ৮জন, সাধারন সদস্য ৩২জন, ২১ নং বাবুটি পাড়া ইউপিতেচেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত সদস্য ৯জন, সাধারন সদস্য ৩৩জন, ২২ নং টনকী ইউপিতে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত সদস্য ৯জন, সাধারন সদস্য ৩৭জন প্রার্থী।