মো: নাজিম উদ্দিনঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামে মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত ছেলে হাতে মা মিনুয়ারা বেগমের (৫০) মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর পাষন্ড ছেলে ঘাতক জাকির হোসেন(৩০) পলাতক রয়েছে।
ঘাতক জাকির সাতমোড়া গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সাতমোড়া গ্রামের বেরীবাধ সংলগ্ন নিজ বাড়ীতে বিধবা মিনুয়ারা বেগম সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার বড় ছেলে জাকির হোসেন মাদকাসক্ত হওয়ায় প্রতিনিয়তই মাদকের টাকার জন্য তাকে মারধর করত। পূর্বের মত মাদকের টাকার জন্য মঙ্গলবার বিকালে মা মিনুয়ারা বেগমকে মারধরের একপর্যায়ে ছুরি হাতে মিনুয়ারা বেগমকে মাথায়, ঘাড়ে, হাতে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই মিনুয়ারা বেগমের মৃত্যু হয়। ঘাতক জাকিরকে দৌড়ে পালাতে দেখে স্থানীয়রা বাড়ীতে গিয়ে দেখে মিনুয়ারা বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
পরে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) খালেদ মোশারফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে এসআই খালেদ মোশারফ জানান, লাশের সুরতহাল রির্পোট করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (মর্গে) প্রেরন করা হবে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।