জাতীয় ডেস্কঃ
রাজধানীর স্বামীবাগে ঘিরে রাখা বাড়ি থেকে পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতদের শিবির সংশ্লিষ্টতার পাশাপাশি রাষ্ট্রবিরোধী তৎপড়তা রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি থেকে তাদের আটক করে র্যাব-৩।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে বিকালে জঙ্গি আস্তানা সন্দেহে বিপুল সংখ্যক র্যাব সদস্য বাড়িটি ঘিরে রাখে। সন্দেহজনকভাবে ওই বাড়িটি ঘিরে সতর্ক অবস্থান নেন।
র্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা তখন জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বামীবাগের মিতালী স্কুল গলির বাসায় অভিযান চালাচ্ছি। সেখানে জঙ্গিরা অবস্থান করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।