আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের জন্য তার বাসভবনে পৌঁছেছে ইসলামাবাদ পুলিশ।
রোববার তারা ইমরান খানের জামান পার্কের বাসায় পৌঁছে। ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল জামিন অযোগ্য ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
তোশাখানা মামলায় ইমরান খান গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে সব আইনি শর্ত পূরণের পর তাকে গ্রেফতার করা হবে।
জানা যায়, পুলিশের একটি দল ইসলামাবাদ সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশের (এসএসপি) নেতৃত্বে লাহোর পৌঁছে। সেখান থেকে পাঞ্জাব পুলিশের সহায়তায় ইমরান খানের জামান পার্ক বাসায় পৌঁছে। কিন্তু পিটিআইয়ের নেতাকর্মীরা তাদের বাসভবনে প্রবেশ করতে দেয়নি।
এ বিষয়ে ইসলামাবাদ পুলিশ জানায়, আমরা আদালতের নির্দেশে এসেছি। কিন্তু পিটিআই কর্মীরা আমাদের বাসভবনে প্রবেশ করতে দেয়নি। আমাদের সাথে তারা অনেক দুর্ব্যবহার করেছে। ইমরান খান আদালতে হাজিরা দেয়ার কথা ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত হননি। সেজন্য আমাদেরকে পাঠানো হয়েছে।
ইসলামাবাদ পুলিশের এসএসপি বলেন, ‘আমরা এখানে একটি নোটিশে স্বাক্ষর নেয়ার জন্য এসেছি। গ্রেফতারের জন্য আসিনি। আমরা আইনের দাবি পূরণ করতে এসেছি।’
এ বিষয়ে পাঞ্জাবের প্রাদেশিক তথ্যমন্ত্রী আমের মীর বলেন, ইসলামাবাদ পুলিশ আদালতের নির্দেশে ইমরান খানকে গ্রেফতার করতে এসেছে। এক্ষেত্রে পাঞ্জাব পুলিশ আইন অনুযায়ী তাদের সহযোগিতা করবে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আদিয়ালা জেলে ইমরান খানের জন্য একটি সেল প্রস্তুত করা হচ্ছে। ২০১৯ সালে সেখানেই রাখা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শাহেদ খাকান আব্বাসিকে।
ইমরান খানকে নেয়ার জন্য লাহোর বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইট প্রস্তুত রাখা হয়েছে বলেও জানা যায়।
ইসলামাবাদের ইনস্পেক্টর জেনারেল (আইজি) আকবর নাসের বলেন, পুলিশের পক্ষ থেকে ইমরান খানকে নোটিশ দেয়া হয়েছে। তিনি যে অবস্থায়ই থাকুক না কেন, তাকে গ্রেফতার করা হবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে বাধাপ্রদান করা আইনের লঙ্ঘন হবে।
তিনি আরো বলেন, ইমরান খানকে গ্রেফতারের জন্য পূর্ণ প্রস্তুতি সহকারে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় কেউ বাধা দিলে অ্যাকশন নেয়ারও অনুমতি দেয়া হয়েছে। যেকোনো মূল্যেই হোক, ইমরান খানকে নির্ধারিত সময়ে আদালতে পেশ করতে হবে।
ইমরান খানের চিফ অব স্টাফ শিবলি ফারাজ ওয়ারেন্ট গ্রহণ করেছেন। তিনি সেখানে লিখেছেন, ইমরান খান বাসভবনে উপস্থিত নেই। তবে তিনি আইন মেনে চলবেন।
ওদিকে ইমরান খানের বাসভবন থেকে পিটিআই নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান উপস্থিত আছেন।
সূত্র : জিও নিউজ, ডেইলি জঙ ও অন্যান্য