ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে আ’লীগ নেতার নেতৃত্বে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ৫

মো. নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি:

আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্বে রাতের আধারে বিদ্যুতের লোডশেডিং চলাকালে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীরা ১৪টি বসতঘর, ৩টি গাড়ীতে ভাংচুর চালিয়ে নগদ অর্থ, স্বণালংকারসহ ত্রিশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় ৫জন আহত হয়।

রবিবার রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা গ্রামে এই ঘটনা ঘটে। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় একাধিক সুত্র।

আহতরা হলেন, ধনপতিখোলা গ্রামের মনির হোসেন, মিন্টু, সাদেক মিয়া, জামাল হোসেন ও নায়েব আলী। আহত চারজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকলেও মনির হোসেনের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় যুবক শাহাদত হোসেন জানায় রাত ১০টায় বিদ্যুৎ চলে যাওয়ার পর পরেই দেখি একদল সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে আমাদের বড় পাড়া এলাকায় প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। হামলাকারীরা হলো জসিম, হৃদয়, তৈাহিদ, টুটুল, আশিক, ফয়সাল, যোবায়ের, বাবু, তারেক, মিজান, সাগর, টুটুল, আওউয়াল, রোমানসহ প্রায় ৪০/৫০জন।

আহত সাদেক মিয়া জানান ঘটনার দিন বিকেলে জসিম আর নজরুলের ছেলে টুটুল আমাকে বিনা কারনে মারধর করে হাত ভেঙে দেয়। এসময় তারা আমাদের সাথে মারামারি করার জন্য প্রকাশ্যে ঘোষনা দেয়। আমরা আতংকিত হয়ে তাৎক্ষণিক বাজার থেকে চলে আসি। রাতেই আমাদের পাড়ায় সন্ত্রাসীরা এই তা-ব চালায়।
স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন ভূইয়া বলেন, বহিরাগত সন্ত্রাসীদের এনে আমাদের উপর হামলা চালানো হয়েছে। তারা আমার বাড়ির সামনে থাকা ৪টি পিকাপ গাড়ি ভাঙচুর করেছে।

একটি গাড়ীতে জাহাঙ্গীর সওদাগরের ৮লক্ষ টাকা ছিলো সেটাও নিয়ে গেছে। এছাড়াও বিভিন্ন ঘর থেকে নগদ অর্থ ও স্বর্নালংকার লুট করে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।

বিএনপি নেতা সালাউদ্দিন হানিফ বলেন, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের নেতৃত্বে যে হামলা ও লুটপাট হয়েছে তার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এবিষয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন এই হামলার বিষয়ে আমি কিছুই জানিনা। রাতের বেলা মনির মেম্বারের নেতৃত্বে উল্টো আমার বাড়ীতে হামলা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময়

মুরাদনগরে আ’লীগ নেতার নেতৃত্বে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ৫

আপডেট সময় ০৪:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

মো. নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি:

আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্বে রাতের আধারে বিদ্যুতের লোডশেডিং চলাকালে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীরা ১৪টি বসতঘর, ৩টি গাড়ীতে ভাংচুর চালিয়ে নগদ অর্থ, স্বণালংকারসহ ত্রিশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় ৫জন আহত হয়।

রবিবার রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা গ্রামে এই ঘটনা ঘটে। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় একাধিক সুত্র।

আহতরা হলেন, ধনপতিখোলা গ্রামের মনির হোসেন, মিন্টু, সাদেক মিয়া, জামাল হোসেন ও নায়েব আলী। আহত চারজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকলেও মনির হোসেনের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় যুবক শাহাদত হোসেন জানায় রাত ১০টায় বিদ্যুৎ চলে যাওয়ার পর পরেই দেখি একদল সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে আমাদের বড় পাড়া এলাকায় প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। হামলাকারীরা হলো জসিম, হৃদয়, তৈাহিদ, টুটুল, আশিক, ফয়সাল, যোবায়ের, বাবু, তারেক, মিজান, সাগর, টুটুল, আওউয়াল, রোমানসহ প্রায় ৪০/৫০জন।

আহত সাদেক মিয়া জানান ঘটনার দিন বিকেলে জসিম আর নজরুলের ছেলে টুটুল আমাকে বিনা কারনে মারধর করে হাত ভেঙে দেয়। এসময় তারা আমাদের সাথে মারামারি করার জন্য প্রকাশ্যে ঘোষনা দেয়। আমরা আতংকিত হয়ে তাৎক্ষণিক বাজার থেকে চলে আসি। রাতেই আমাদের পাড়ায় সন্ত্রাসীরা এই তা-ব চালায়।
স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন ভূইয়া বলেন, বহিরাগত সন্ত্রাসীদের এনে আমাদের উপর হামলা চালানো হয়েছে। তারা আমার বাড়ির সামনে থাকা ৪টি পিকাপ গাড়ি ভাঙচুর করেছে।

একটি গাড়ীতে জাহাঙ্গীর সওদাগরের ৮লক্ষ টাকা ছিলো সেটাও নিয়ে গেছে। এছাড়াও বিভিন্ন ঘর থেকে নগদ অর্থ ও স্বর্নালংকার লুট করে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।

বিএনপি নেতা সালাউদ্দিন হানিফ বলেন, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের নেতৃত্বে যে হামলা ও লুটপাট হয়েছে তার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এবিষয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন এই হামলার বিষয়ে আমি কিছুই জানিনা। রাতের বেলা মনির মেম্বারের নেতৃত্বে উল্টো আমার বাড়ীতে হামলা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।