ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে ইংলিশদের সম্ভাব্য স্কোয়াড

খেলাধূলা ডেস্কঃ

জটিল সব প্রতিবন্ধকতার পর অবশেষে বাংলাদেশ সফরে সবুজ সংকেত দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের ওপর আস্থা রেখেছেন ডিরেক্টর ও ইংলিশদের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। ফলে অক্টোবরে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার জমজমাট লড়াই দেখার আশায় রয়েছে ক্রিকেট বিশ্ব।

ইসিবি বাংলাদেশের এবারের সফরকে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে। কারণ এর পরেই দলটির এশিয়ার আরেক পরাশক্তি ভারত সফর রয়েছে। সেখানে তাদের খেলতে হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আর সেখানে তাদের কোনো প্রস্তুতি ম্যাচ নেই। ফলে এশিয়ার মাটিতে কিছুটা অস্বস্তিতে থাকা ইংলিশরা বাংলাদেশে দুটি টেস্টকে ওপরের কাতারেই রাখবে।

এই সফরে কোচিং স্টাফ থেকে শুরু করে বোর্ড কর্মকতা ও সাবেক ক্রিকেটাররাও চাইছেন সব ইংলিশ ক্রিকেটারই যেন বাংলাদেশে আসেন। এ ব্যাপারে প্রথমেই একমত হয়েছেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। পরে একে একে প্রায় সবাই সফরে আসার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখায়। তবে বেঁকে বসেন ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। এ নিয়ে ‍অবশ্য মরগানের ওপর বেজায় ক্ষেপেছে দেশটির গণমাধ্যম। তারা এমনও বলছে ভবিষ্যতে দলে থাকা, না থাকা নিয়ে ঝুঁকিতে পড়বেন আইরিশ বংশোদ্ভুত এই বাঁহাতি ব্যাটসম্যান।

এদিকে বাংলাদেশে প্রায় এক মাসের সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী ১৬ আগস্ট দুই ফরম্যাটের দল ঘোষণা করবে ইসিবি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ইতোমধ্যে দুই ফরম্যাটের সম্ভাব্য দল জানিয়েছে। যেখানে টেস্টে কুক অধিনায়ক থাকলেও ওয়ানডেতে মরগানের পরিবর্তে উইকেটরক্ষ-ব্যাটসম্যান জস বাটলারকে নেতৃত্বে রাখা হয়েছে।

ইংলিশদের সম্ভাব্য দল:
টেস্ট দল:
অ্যালিস্টার কুক (অধিনায়ক), হাসিব হামিদ, জো রুট, গ্যারি ব্যালেন্স, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মার্ক উড, জস বাটলার (অথবা ফোয়াকস), লিয়াম ডসন ও বেন ডাকেট।

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো, মঈন আলী, বেন স্টোকস, স্যাম বিলিংস, লিয়াম ডসন, আদিল রশিদ, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস জর্ডান ও বেন ডাকেট।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের।

বাংলাদেশ সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

বাংলাদেশ সফরে ইংলিশদের সম্ভাব্য স্কোয়াড

আপডেট সময় ১২:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০১৬
খেলাধূলা ডেস্কঃ

জটিল সব প্রতিবন্ধকতার পর অবশেষে বাংলাদেশ সফরে সবুজ সংকেত দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের ওপর আস্থা রেখেছেন ডিরেক্টর ও ইংলিশদের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। ফলে অক্টোবরে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার জমজমাট লড়াই দেখার আশায় রয়েছে ক্রিকেট বিশ্ব।

ইসিবি বাংলাদেশের এবারের সফরকে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে। কারণ এর পরেই দলটির এশিয়ার আরেক পরাশক্তি ভারত সফর রয়েছে। সেখানে তাদের খেলতে হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আর সেখানে তাদের কোনো প্রস্তুতি ম্যাচ নেই। ফলে এশিয়ার মাটিতে কিছুটা অস্বস্তিতে থাকা ইংলিশরা বাংলাদেশে দুটি টেস্টকে ওপরের কাতারেই রাখবে।

এই সফরে কোচিং স্টাফ থেকে শুরু করে বোর্ড কর্মকতা ও সাবেক ক্রিকেটাররাও চাইছেন সব ইংলিশ ক্রিকেটারই যেন বাংলাদেশে আসেন। এ ব্যাপারে প্রথমেই একমত হয়েছেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। পরে একে একে প্রায় সবাই সফরে আসার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখায়। তবে বেঁকে বসেন ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। এ নিয়ে ‍অবশ্য মরগানের ওপর বেজায় ক্ষেপেছে দেশটির গণমাধ্যম। তারা এমনও বলছে ভবিষ্যতে দলে থাকা, না থাকা নিয়ে ঝুঁকিতে পড়বেন আইরিশ বংশোদ্ভুত এই বাঁহাতি ব্যাটসম্যান।

এদিকে বাংলাদেশে প্রায় এক মাসের সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী ১৬ আগস্ট দুই ফরম্যাটের দল ঘোষণা করবে ইসিবি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ইতোমধ্যে দুই ফরম্যাটের সম্ভাব্য দল জানিয়েছে। যেখানে টেস্টে কুক অধিনায়ক থাকলেও ওয়ানডেতে মরগানের পরিবর্তে উইকেটরক্ষ-ব্যাটসম্যান জস বাটলারকে নেতৃত্বে রাখা হয়েছে।

ইংলিশদের সম্ভাব্য দল:
টেস্ট দল:
অ্যালিস্টার কুক (অধিনায়ক), হাসিব হামিদ, জো রুট, গ্যারি ব্যালেন্স, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মার্ক উড, জস বাটলার (অথবা ফোয়াকস), লিয়াম ডসন ও বেন ডাকেট।

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো, মঈন আলী, বেন স্টোকস, স্যাম বিলিংস, লিয়াম ডসন, আদিল রশিদ, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস জর্ডান ও বেন ডাকেট।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের।

বাংলাদেশ সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।