মো: রায়হান চৌধুরী, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওয়াতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষ বীজ ও সার বিতরন করা হয়।
শনিবার দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে বীজ ও সার বিতরন করে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইউম খসরু, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সৌম, ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম প্রমুখ।