দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা দাউদকান্দিতে জুতার ভেতরে করে পাচারের সময় ১১৩ ভরি স্বর্ণসহ সুজন ধর (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার হরিপুর গ্রামের মৃত রবীন্দ্র ধরের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি পুলিশ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ টোলপ্লাজায় অপেক্ষমাণ সুজন ধর নামে এক ব্যক্তিকে সন্দেহমূলকভাবে আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে তার জুতার ভেতর থেকে ১১৩ ভরি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে।বিকালে সুজন ধরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।