মো: রায়হান চৌধুরী, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় অজ্ঞাত যুবতির(৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় উপজেলার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি পূর্ব পাড়া গ্রামের জমি থেকে যুবতির লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কড়ইবাড়ি পূর্ব পাড়া গ্রামের ফসলি জমিতে রবিবার বিকেলে স্থানীয়রা অজ্ঞাত এক যুবতির লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে বাঙ্গরা বাজার থানার এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় লাশ নিয়ে আসে।
এ বিষয়ে বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, আমরা কোন আলামত খোজে পাইনি। সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। ময়না তদন্তের রির্পোট পেলে বলা যাবে সেটা কী হত্যা না অন্য কিছু।