মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় মাঠ পর্যায়ের সাথে উন্নয়ন কর্মকা- প্রচার, গন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম বিভাগের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এবং পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রোথ সেন্টারসহ মোট ৩৯টি স্থানে স্ব-স্ব উদ্যোগে এ কনফারেন্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম জীবন, ইউএনও কাজী শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি ও জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, সহ সভাপতি ফজলুল হক মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আবুল কাশেম প্রধান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মুহসীন সরকার, মহিলা আওয়ামী লীগ সভাপতি রীনা আমির, পৌর আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার, যুবলীগ সভাপতি জহিররুল ইসলাম কিশোর, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সরকার, ছাত্রলীগ আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।