জাতীয় ডেস্ক রির্পোটঃ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার থেকে আসা একটি বিমানের আসনের নিচ থেকে সাড়ে ১১ কেজি সোনা উদ্ধার করা হয়ে। সোমবার দুপুরে কাস্টমস কর্মকর্তারা এগুলো উদ্ধার করেন।
ঢাকা কাস্টম হাউজের সহকারী পরিচালক এইচ এম আহসান কবির জানিয়েছে, বেলা ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার থেকে আসা ফ্লাইটটি অবতরণ করে। পরে বিমানটিতে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১০০টি সোনার বার পাওয়া যায়। এর মোট ওজন ১১ কেজি ৬০০ গ্রাম যার বাজারমূল্য আনুমানিক ছয় কোটি টাকা।