আবুল খায়ের, বিশেষ প্রতিনিধিঃ
২১ জানুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের হেফাজতে শিশুটির এখনো কোন পরিচয় মিলেনি। বুধবার বাক প্রতিবন্ধি এ শিশুটিকে নিয়ে ইউএনও এবং সমাজ সেবা কর্মকর্তা দিনব্যাপী নানা প্রক্রিয়া করেও শিশুটির কোন পরিচয় না পেয়ে বুধবার বিকালে দেবিদ্বার শিশু সদনের শিশু পরিবারে হস্তান্তর করেন।
জানা যায়, মঙ্গলবার উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় ক্ষুধায় কাতর ছেলেটিকে কান্না করা অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে আলাউদ্দিন নামের এক প্রবাসী তাকে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কাছে হস্তান্তর করে।
শিশুটির বয়স আনুমানিক ১০ বছর। মাদ্রাসার পোষাক পরিহিত ছেলেটি কোন কথা বলতে পারেনা। তীব্র শীতে কাতর এ শিশুটিতে শীতের পোষাক কিনে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিন আহাম্মদ। শীতের কাপড় পেয়ে তাকে উৎফুল্ল দেখা গেছে। তার খাবারের জন্য কিছু অর্থ প্রদান করেন সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ। এ ব্যাপারে মুরাদনগর থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। সদা হাসোজ্জল ছেলেটি কোন মানুষ দেখলেই জড়িয়ে ধরে।