ডেস্ক রির্পোটঃ
২৭ জানুয়ারী ২০১৫ (মুরাদনগর বার্তা ডটকম) :
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুরাদনগরে কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত প্রেসক্লাবের নতুন কমিটিকে অনুমোদন দিয়েছে জয়েন স্টক কোম্পানী লি: । বেশ কয়েক বছর যাবত মুরাদনগর প্রেসক্লাব (রেজি নং ৩৯৯/২০০৮) দখলে নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এলাকার একটি কুচক্রি মহল নানা ষড়যন্ত্র করে আসছিল।
এ উপজেলায় সাংবাদিকদেরকে উপেক্ষা করে মহলটি প্রেসক্লাবের নামে কয়েকটি কমিটি গঠন করে বিরোধ ও বিভ্রান্তি সৃষ্টি করে নানা প্রকার অপকর্মে জড়িয়ে পড়ে। এতে প্রকৃত সাংবাদিকদের ইমেজ চরমভাবে ক্ষুন্ন হয় বলে অভিযোগ করেন পেশাদার সাংবাদিকরা।
পরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন স্টক কোম্পানী লিমিটেডের চট্রগ্রাম বিভাগ তদন্ত ও কাগজ পত্র যাচাই বাছাই শেষে চলতি বছরের ২০ জানুয়ারী মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের কুমিল্লা উত্তর প্রতিনিধি আবুল খায়ের সাধারন সম্পাদক কলের কন্ঠের মুরাদনগর প্রতিনিধি আজিজুর রহমান রনিসহ ১১ সদস্য বিশিষ্ট সাংবাদিকদের বৈধ কমিটির অনুমোদন দিয়ে সকল বিরোধ ও জল্পনার অবসান করেন। ২ বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।
এ সময় অনুমোদন ছাড়া মুরাদনগর প্রেসক্লাবের নামে কেউ কোন সাইন বোর্ড কিংবা নাম পরিচয় দিলে তা অবৈধ হবে বলেও জয়েন স্টক কোম্পানীর পক্ষ থেকে কতৃপক্ষ সাফ জানিয়ে দেন। জয়েন স্টক কতৃপক্ষ থেকে আরো বলা হয় সদ্য অনুমোদনকৃত বৈধ এ কমিটি ব্যাতিত কোন কুচক্রি মহল যদি প্রেসক্লাবের নাম ভাঁঙ্গিয়ে কোন কর্মকান্ড করে তাহলে অনুমোদিত কমিটি অভিযুক্তদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করতে পারবে।
মঙ্গলবার সরকার স্বীকৃত বৈধ সকল কাগজ পত্র মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলার সকল সরকারী কার্যালয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে পৌছে দেয়া হয়। পেশাদার সাংবাদিকরা প্রেসক্লাবের বৈধ কমিটি অনুমোদন পাওয়ায় এলাকার সচেতন মহলে স্বস্থি ফিরে আসে।