ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে কাল বৈশাখী ঝড়ে ৩৩টি বসত বাড়ী লন্ডভন্ড আহত-৭

 

আবুল কালাম আজাদ ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ

২৪ মে ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগরে কাল বৈশাখী ঝড়ে ২গ্রাম ৩৩টি ঘরসহ কয়েকশ’ গাছগাছড়া লন্ডভন্ড।। আহত-৭

সরজমিনে ঘুরে জানাযায়, ১মিনিটের মধ্যেই গত রবিবার রাত ১টা ৩৩মিনিটে উত্তর পশ্চিম দিকে থেকে দেয়ে আসা কাল বৈশাখী ঝড়ে মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের

যাত্রাপুর ও শিংহারিয়া গ্রামের একটি এফতেদায়ী মাদ্রাসাসহ ৩৩টি পাকা ও সেমি পাক-বসত বাড়ীসহ কয়েকশ গাছ মাটিতে মিশে যায়।

যাত্রাপুর গ্রামের হুমায়ূন কবির, মামুন, তাহের, মিজান, আক্তার মেম্বার, হানিফ মিয়া, শিংহারিয়া গ্রামে দারুস সালাম এতিম খানা, আবু তাহের, মোতালব, নূরু মিয়া, ঈসমাঈল, ছন্দু মিয়া, নজু মিয়া, সালাম মিয়া, জহিরুল ইসলাম জিরু, সুমন ও আলম মিয়ার ঘরে পড়ে যায়। আহতরা হলো, সালেহা(৭০), মোমেনা- (৫৪), শহিদ মিয়া, ঈসমাইল হোসেন। আহতরা যাত্রাপুর বাজাওে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মুরাদনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেবিএম জাকির হোসেন ঘটনাস্থ পরিদর্শন করেছেন।

ট্যাগস

মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভূমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

মুরাদনগরে কাল বৈশাখী ঝড়ে ৩৩টি বসত বাড়ী লন্ডভন্ড আহত-৭

আপডেট সময় ০৫:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০১৫

 

আবুল কালাম আজাদ ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ

২৪ মে ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগরে কাল বৈশাখী ঝড়ে ২গ্রাম ৩৩টি ঘরসহ কয়েকশ’ গাছগাছড়া লন্ডভন্ড।। আহত-৭

সরজমিনে ঘুরে জানাযায়, ১মিনিটের মধ্যেই গত রবিবার রাত ১টা ৩৩মিনিটে উত্তর পশ্চিম দিকে থেকে দেয়ে আসা কাল বৈশাখী ঝড়ে মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের

যাত্রাপুর ও শিংহারিয়া গ্রামের একটি এফতেদায়ী মাদ্রাসাসহ ৩৩টি পাকা ও সেমি পাক-বসত বাড়ীসহ কয়েকশ গাছ মাটিতে মিশে যায়।

যাত্রাপুর গ্রামের হুমায়ূন কবির, মামুন, তাহের, মিজান, আক্তার মেম্বার, হানিফ মিয়া, শিংহারিয়া গ্রামে দারুস সালাম এতিম খানা, আবু তাহের, মোতালব, নূরু মিয়া, ঈসমাঈল, ছন্দু মিয়া, নজু মিয়া, সালাম মিয়া, জহিরুল ইসলাম জিরু, সুমন ও আলম মিয়ার ঘরে পড়ে যায়। আহতরা হলো, সালেহা(৭০), মোমেনা- (৫৪), শহিদ মিয়া, ঈসমাইল হোসেন। আহতরা যাত্রাপুর বাজাওে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মুরাদনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেবিএম জাকির হোসেন ঘটনাস্থ পরিদর্শন করেছেন।