ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ক’রোনায় মৃ’তদের দাফনে প্রস্তুত ওরা ১১ জন!

ডেস্ক রিপোর্ট :

মহামা’রী ক’রোনায় কারো মৃ’ত্যু হলে এবং কেউ যদি ঐ মৃ’ত্যু ব্যক্তির দা’ফন কাফন করতে না চায় তাহলে তাদের সম্পূর্ণ নিজ খরচে দা’ফন কাফনের জন্য প্রস্তুত হয়েছে সামাজিক সংগঠন বিবেক কুমিল্লা।

বিবেক কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে ১১ সদস্যের বিবেকের একটি দল ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ক’রোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে কেউ যদি মা’রা যায় তাহলে তাঁর দা’ফন ও জা’নাজার জন্য প্রস্তুত রয়েছে তাদের ১১ সদস্যের একটি দল।

এ জন্য দলটি পিকআপ ভ্যান, খাটিয়া, জানাযার জন্য ই’মাম সাহেব প্রস্তুত রেখেছে। দা’ফন কা’ফন পরবর্তী পর্যায়ে এই দলটির সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখার জন্য নগরীর কান্দিরপাড়ের স্কাইভিশন নামের একটি আবাসিক হোটেলও তারা ঠিক করে রেখেছে।

কুমিল্লা সিটির এই ২৭টি ওয়ার্ডের যে কোন এলাকায় ক’রোনা সং’ক্রান্ত কারণে কোন ব্যক্তি মা’রা গেলে সেখানে যাবে দলটির সদস্যরা। অবশ্য মৃ’ত ব্যক্তির স্বজনদের ও জে’লা প্রশা’সনের অ’নুমতি সাপেক্ষে তাদের এ কা’র্যক্রম চলবে।

এ ব্যাপারে বিবেক কুমিল্লার প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু বলেন, কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দেখে খুব খা’রাপ লাগে। এতে দেখা গেছে, ক’রোনা উপসর্গ নিয়ে মা’রা যাওয়া এক ব্যক্তিকে তার তিন ভাই কাঁধে করে দা’ফনের জন্য নিচ্ছিলেন।

কেউ তার লা’শ বহনের জন্য খাটিয়া দেয়নি, এমনকি তার দা’ফন কা’ফনে কেউ এগিয়েও আসেনি। পরবর্তী পর্যায়ে প্রথমে আমি আমার পরিবারের সঙ্গে আলোচনা করে এই দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিই।

এরপর সংগঠনের নেতাকর্মীদের জানালে তারাও পাশে থাকার দৃ’ঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ উপলক্ষে তারা একটি পিকআপ ভ্যান, লা’শ ক’বরে নেওয়ার জন্য একটি খাট ও জানাজা পড়ার জন্য একটি দল তৈরি করেছেন।

প্রথম ব্যক্তিকে দা’ফনের পর থেকে তারা কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার স্কাইভিশন হোটেলের কক্ষে অবস্থান করবেন। ওই হোটেলের স্বত্বাধিকারী তরিক আহমেদ ভূঁইয়া হোটেলের সব কক্ষ বিনা টাকায় বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান ও ফরিদ গ্রুপের পরিচালক দেলোয়ার হোসেন মানিক পিপিই দিয়েছেন। বিনা ভাড়ায় অ্যম্বুলেন্স দিবেন আরেক বিশিষ্ট ব্যবসায়ী মহসিন মর্তুজা রন্জু।

কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা সৈয়দবাড়ি গ্রামে ম’সজিদের পেশ ই’মাম মুফতি হেলাল উদ্দিন জা’নাজা পড়ানোর জন্য সম্মতি জানিয়েছেন। এ দলের অন্যান্য সদস্য’রা হলেন, মোঃ রোমান হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দল, মোঃ সাইফুল ই’সলাম রনি আহ্বায়ক, কোতয়ালী থা’না ছাত্রদল, মোঃ মহিউদ্দিন হোসেন মহানগর যুবদল, মোঃ সহিদুল ইসলাম ছোটন, মহানগর যুবদল এবং বিবেকের সদস্যরা হলেন, মোঃ মাহমুদুল হাসান, আযহার বাবু, মোঃ হাবিবুছ ছালেকিন সমাপ্ত, মোঃ সালেহ আহমেদ, মোঃ হাদী এবং আসিফ ইকবাল ফারিয়াল। এছাড়া বিবেক সভাপতি নগরীতে জীবানুনাশক ও’ষুধ ছিটানোসহ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত

কুমিল্লায় ক’রোনায় মৃ’তদের দাফনে প্রস্তুত ওরা ১১ জন!

আপডেট সময় ০২:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

ডেস্ক রিপোর্ট :

মহামা’রী ক’রোনায় কারো মৃ’ত্যু হলে এবং কেউ যদি ঐ মৃ’ত্যু ব্যক্তির দা’ফন কাফন করতে না চায় তাহলে তাদের সম্পূর্ণ নিজ খরচে দা’ফন কাফনের জন্য প্রস্তুত হয়েছে সামাজিক সংগঠন বিবেক কুমিল্লা।

বিবেক কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে ১১ সদস্যের বিবেকের একটি দল ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ক’রোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে কেউ যদি মা’রা যায় তাহলে তাঁর দা’ফন ও জা’নাজার জন্য প্রস্তুত রয়েছে তাদের ১১ সদস্যের একটি দল।

এ জন্য দলটি পিকআপ ভ্যান, খাটিয়া, জানাযার জন্য ই’মাম সাহেব প্রস্তুত রেখেছে। দা’ফন কা’ফন পরবর্তী পর্যায়ে এই দলটির সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখার জন্য নগরীর কান্দিরপাড়ের স্কাইভিশন নামের একটি আবাসিক হোটেলও তারা ঠিক করে রেখেছে।

কুমিল্লা সিটির এই ২৭টি ওয়ার্ডের যে কোন এলাকায় ক’রোনা সং’ক্রান্ত কারণে কোন ব্যক্তি মা’রা গেলে সেখানে যাবে দলটির সদস্যরা। অবশ্য মৃ’ত ব্যক্তির স্বজনদের ও জে’লা প্রশা’সনের অ’নুমতি সাপেক্ষে তাদের এ কা’র্যক্রম চলবে।

এ ব্যাপারে বিবেক কুমিল্লার প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু বলেন, কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দেখে খুব খা’রাপ লাগে। এতে দেখা গেছে, ক’রোনা উপসর্গ নিয়ে মা’রা যাওয়া এক ব্যক্তিকে তার তিন ভাই কাঁধে করে দা’ফনের জন্য নিচ্ছিলেন।

কেউ তার লা’শ বহনের জন্য খাটিয়া দেয়নি, এমনকি তার দা’ফন কা’ফনে কেউ এগিয়েও আসেনি। পরবর্তী পর্যায়ে প্রথমে আমি আমার পরিবারের সঙ্গে আলোচনা করে এই দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিই।

এরপর সংগঠনের নেতাকর্মীদের জানালে তারাও পাশে থাকার দৃ’ঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ উপলক্ষে তারা একটি পিকআপ ভ্যান, লা’শ ক’বরে নেওয়ার জন্য একটি খাট ও জানাজা পড়ার জন্য একটি দল তৈরি করেছেন।

প্রথম ব্যক্তিকে দা’ফনের পর থেকে তারা কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার স্কাইভিশন হোটেলের কক্ষে অবস্থান করবেন। ওই হোটেলের স্বত্বাধিকারী তরিক আহমেদ ভূঁইয়া হোটেলের সব কক্ষ বিনা টাকায় বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান ও ফরিদ গ্রুপের পরিচালক দেলোয়ার হোসেন মানিক পিপিই দিয়েছেন। বিনা ভাড়ায় অ্যম্বুলেন্স দিবেন আরেক বিশিষ্ট ব্যবসায়ী মহসিন মর্তুজা রন্জু।

কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা সৈয়দবাড়ি গ্রামে ম’সজিদের পেশ ই’মাম মুফতি হেলাল উদ্দিন জা’নাজা পড়ানোর জন্য সম্মতি জানিয়েছেন। এ দলের অন্যান্য সদস্য’রা হলেন, মোঃ রোমান হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দল, মোঃ সাইফুল ই’সলাম রনি আহ্বায়ক, কোতয়ালী থা’না ছাত্রদল, মোঃ মহিউদ্দিন হোসেন মহানগর যুবদল, মোঃ সহিদুল ইসলাম ছোটন, মহানগর যুবদল এবং বিবেকের সদস্যরা হলেন, মোঃ মাহমুদুল হাসান, আযহার বাবু, মোঃ হাবিবুছ ছালেকিন সমাপ্ত, মোঃ সালেহ আহমেদ, মোঃ হাদী এবং আসিফ ইকবাল ফারিয়াল। এছাড়া বিবেক সভাপতি নগরীতে জীবানুনাশক ও’ষুধ ছিটানোসহ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলেন।