ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে কাভার ভ্যান বোঝাই ২৫ বস্তা ভারতীয় শাড়ী-থ্রী পিছ জব্দ

মুরাদনগর বার্তা ডেস্কঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে কাভার ভ্যান বোঝাই প্রায় ২৫টি বস্তায় থাকা ভারতীয় শাড়ী-থ্রী পীছ জব্দ করা হয়েছে। এ সময় ১টি কাভার ভ্যানসহ ৩ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, ঢাকার বাড্ডা থানার জিপি গ-৪ উত্তর বাড্ডার মৃত মোফাজ্জল হক খানের ছেলে লিটন খান (৩৬), কুমিল্লা জেলার বরুরা থানার বিল পুকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে  আতিকুর রহমান (২৬), ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার শুভাড্ডা  গ্রামের চান বাদশার ছেলে শাহীন মিয়া (২৩)।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সিএমবি ব্রীজের পাশের এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ আটক করে।

জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে অবৈধ মালের একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন ও এ এসআই মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি কাভার ভ্যান (ঢাকা মেট্্েরা: ট-১৩-২৯৩৮) আটক করে তল্লাসী চালিয়ে গাড়ি বোঝাই প্রায় ২৫ বস্থার বিপুল পরিমান ভারতীয় শাড়ী-থ্রী পিছ জব্দ করে। ২৫টি বস্তায় প্রায় ৫ হাজার পিছের শাড়ী-থ্রী পিচ রয়েছে। জব্দকৃত শাড়ি-থ্রী পিচের মূল্য প্রায় দু’কোটি টাকা।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, পুলিশএশটি কাভার ভ্যান থেকে ভারতিয় ১১৭০ পিছ শাড়ী, ২৪০ পিছ থ্রী পিচ ও ৪০ পিছ লেহেঙ্গা জব্দ করেছে। এসময় গাড়িটিসহ ৩জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মুরাদনগর থানায় রবিবার সকালে মামলা হয়েছে। যার মামলা নং-২১। আটককৃতদের রবিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে “ওয়াকিাথন” এবং কল্যান রাষ্ট্রগঠনে মুক্ত আড্ডা

মুরাদনগরে কাভার ভ্যান বোঝাই ২৫ বস্তা ভারতীয় শাড়ী-থ্রী পিছ জব্দ

আপডেট সময় ০৩:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭
মুরাদনগর বার্তা ডেস্কঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে কাভার ভ্যান বোঝাই প্রায় ২৫টি বস্তায় থাকা ভারতীয় শাড়ী-থ্রী পীছ জব্দ করা হয়েছে। এ সময় ১টি কাভার ভ্যানসহ ৩ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, ঢাকার বাড্ডা থানার জিপি গ-৪ উত্তর বাড্ডার মৃত মোফাজ্জল হক খানের ছেলে লিটন খান (৩৬), কুমিল্লা জেলার বরুরা থানার বিল পুকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে  আতিকুর রহমান (২৬), ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার শুভাড্ডা  গ্রামের চান বাদশার ছেলে শাহীন মিয়া (২৩)।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সিএমবি ব্রীজের পাশের এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ আটক করে।

জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে অবৈধ মালের একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন ও এ এসআই মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি কাভার ভ্যান (ঢাকা মেট্্েরা: ট-১৩-২৯৩৮) আটক করে তল্লাসী চালিয়ে গাড়ি বোঝাই প্রায় ২৫ বস্থার বিপুল পরিমান ভারতীয় শাড়ী-থ্রী পিছ জব্দ করে। ২৫টি বস্তায় প্রায় ৫ হাজার পিছের শাড়ী-থ্রী পিচ রয়েছে। জব্দকৃত শাড়ি-থ্রী পিচের মূল্য প্রায় দু’কোটি টাকা।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, পুলিশএশটি কাভার ভ্যান থেকে ভারতিয় ১১৭০ পিছ শাড়ী, ২৪০ পিছ থ্রী পিচ ও ৪০ পিছ লেহেঙ্গা জব্দ করেছে। এসময় গাড়িটিসহ ৩জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মুরাদনগর থানায় রবিবার সকালে মামলা হয়েছে। যার মামলা নং-২১। আটককৃতদের রবিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।