আকতার হোসেন (রবিন), দেবিদ্বার থেকেঃ
মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকমঃ মোঃ জালাল হোসেন হৃদয় সভাপতি, তোফাজ্জল খান সাধারন সম্পাদক ও মাইন উদ্দিন রিপন কে সাংগঠনিক সম্পাদক করে দেবিদ্বার থানা সাইবার দলের কমিটির অনুমোদন দেন কুমিল্লা জেলা সাইবার দলের সভাপতি নাজমুল হাসান জনি ও সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান।
নতুন ঘোষিত থানা সাইবার দলের সভাপতি জালাল হোসেন হৃদয় বলেন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিএনপি’র সহায়ক শক্তি এবং জাতীয়তাবাদীর পক্ষে জনমতসৃষ্ঠির অন্যতম মাধ্যম হলো সাইবার দল। বর্তমান সরকারের চলমান অবস্থা বহির্বিশ্বেরর সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে সাইবার দল।
কুমিল্লা জেলা সাইবার দলের সভাপতি মোঃ নাজমুল হাসান জনি, সাইবারে যারা কাজ করে তাদের মতামতের উপর ভিত্তি করে শনিবার রাতে কুমিল্লা জেলা সাইবার দলের সভাপতি, নাজমুল হাসান জনি ও সাধারন সম্পাদক, এমদাদুল হক ধীমান এর স্বাক্ষরিত পত্রে এ কমিটি এবং একই পত্রে আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনার শর্তে সুপার-১১ কমিটি অনুমোদন দেন।
দেবিদ্বার থানা সাইবার দলের প্রধান উপদেষ্ঠা হলেন আবুল হোসেন লিপু ও প্রধান পৃষ্ঠপোষক হলেন আকতার হোসেন (রবিন)।