ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনাগরে সাপের কামরে এক ব্যক্তির মৃত্যু

আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে সাপের কামরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে সেহরী খাওয়ার আগে ওযু করতে পুকুর ঘাটে গিয়ে ওই ঘটনার শিকার হওয়া শাজাহান (৪০) টনকি ইউনিয়নের বইলাবাড়ি গ্রামের উম্বর আলীর ছেলে।

পরিবার সূত্র জানায়, বুধবারের রোযা রাখার জন্য সেহরী খেতে উঠে পুকুর ঘাটে ওযু করার সময় পিছন থেকে ডান পায়ের পাজরে বিষধর সাপ কামর দিলে ঘটনা স্থলেই অচেত হয়ে পরে শাজাহান। পরে দেবিদ্বার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার দুপুর আড়াইটার সময় তাকে মৃত ঘোষনা করেন।

ট্যাগস

মুরাদনগরে ৩৬ দিনেও সন্ধ্যান মেলেনি মানসিক ভারসাম্যহীন পিংকির

মুরাদনাগরে সাপের কামরে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ০৩:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০১৬
আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে সাপের কামরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে সেহরী খাওয়ার আগে ওযু করতে পুকুর ঘাটে গিয়ে ওই ঘটনার শিকার হওয়া শাজাহান (৪০) টনকি ইউনিয়নের বইলাবাড়ি গ্রামের উম্বর আলীর ছেলে।

পরিবার সূত্র জানায়, বুধবারের রোযা রাখার জন্য সেহরী খেতে উঠে পুকুর ঘাটে ওযু করার সময় পিছন থেকে ডান পায়ের পাজরে বিষধর সাপ কামর দিলে ঘটনা স্থলেই অচেত হয়ে পরে শাজাহান। পরে দেবিদ্বার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার দুপুর আড়াইটার সময় তাকে মৃত ঘোষনা করেন।