তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনার উপজেলায় আছাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি ৫ লক্ষ টাকা ব্যয়ে ঈদগাহ ময়দান শুভ উদ্বোধন করা হয়েছে।
এতে ইঞ্জিনিয়ার মো, জাফুরুল্লা সরকারে সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন সাবেক মসজিদ কমিটি সভাপতি মো, কদম রুসুল সরকার, মো,আকবর সরকার, (ব্যংকার), মো, ইরাদুল হক সরকার, (ঢাকা বাংলা একাডেমি) মো, মনিরুল হক সরকার, (বন বিভাগ) মো, তাজুউদ্দিন সরকার,(ঢাকা বাংলা একাডেমি) মো: আরাফাত হোসেন সরকার, ( নিটল নিলয় গ্রুপ) হাফেজ মাওলানা মো, ইউনুস ইমাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।